প্রতিদিন গড়ে ৯০ মেট্রিকটন চাল বিক্রি হচ্ছে

সচিবালয় প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রাজধানী ঢাকায় প্রতিদিন ওএমএসের (খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম) জন্য ১২০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রতিদিন গড়ে ৯০ মেট্রিকটন চাল বিক্রি হচ্ছে।

সোমবার সচিবালয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (ডিসি ফুড) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ওএমএস এবং বিভিন্ন সামাজিক কর্মসূচিতে প্রতি মাসে ১ লাখ ২০ হাজার মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতি মাসে ওএমএসের জন্য ২ হাজার ১০৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গড়ে ১৫০০ মেট্রিকটন চাল বিক্রি হচ্ছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে ওএমএসের চাল ৭৫ শতাংশ বিক্রি হচ্ছে।

ওএমএস এর চাল বিক্রি হচ্ছে না বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলেও জানান তিনি।