প্রথমবারের মতো পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার আকাশে আইএল-২০ বিমান ধ্বংস হওয়ার পর ইসরায়েলের সঙ্গে যখন টানাপড়েন চলছে; তখনই রাশিয়া এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। রুশ নৌবাহিনীর এক ভিডিওতে দেখা যায়, আর্কটিকের কোটেনলি দ্বীপের একটি উপকূল থেকে পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর সেটি ল্যাপটেভ সাগরে থাকা কৃত্রিম শত্রুর কয়েকটি জাহাজের দিকে ছুঁটে যায়। দেশটির নৌবাহিনী বলছে, এ ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৩ হাজার ১৮০ কিলোমিটারের চেয়েও বেশি গতিতে ছুঁটতে পারে এবং ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি মধ্যম মানের উচ্চতা কিংবা খুব নিচু দিয়ে উড়তে পারে। যদিও এ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে। তবে শত্রুর স্থল অবস্থানেও আঘাত হানতে পারে। পার্সট্যুডে।