প্রথম চার মাসে এডিপি বাস্তবায়ন ১৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ১৪ শতাংশ। টাকার অংকে এর পরিমাণ ১৬ হাজার ৪০০ কোটি।

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল শতকরা ১১ শতাংশ। জুলাই থেকে অক্টোবরে এডিপি বাস্তবায়ন ব্যয় হয়েছে ১৬ হাজার ৪০০ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ হাজার কোটি টাকা বেশি।

মন্ত্রী বলেন, এডিপি বাস্তবায়ন আগের দুই অর্থবছরের তুলনায় বেড়েছে। এর মধ্যে বৈদেশিক সহায়তার চেয়ে দেশীয় অর্থের ব্যবহার বেশি হয়েছে।

উল্লেখ, গত ২০১৪-১৫ অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ১৩ শতাংশ, যা টাকার অংকে ছিল ১১ হাজার ২০০ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ১১ শতাংশ, টাকার অংকে তা ছিল ১১ হাজার ৫০০ কোটি টাকা।