প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে পাকিস্তানের করাচিতে বন্যা

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে পাকিস্তানের করাচিতে বন্যা দেখা দিয়েছে। বন্যায় ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও করাচিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে।

ডন অনলাইন জানিয়েছে, বুধবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারনে করাচির অধিকাংশ সড়ক তলিয়ে গেছে। ট্রেন লাইনগুলো ডুবে যাওয়ায় রেল চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবর নগরীরর স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর নাজিমাবাদ, উত্তর করাচি, ওরাঙ্গি, মালির, দ্রিঘ ও নিপা এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার উত্তর করাচিতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিন্ধের জামশরো ও কাশমরো এলাকায় পানিতে বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া থানো বোলা খান এলাকায় পানিতে ডুবে মারা গেছে এ তরুণ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিন্ধ প্রদেশের বিভিন্ন স্থানে আরো তিনদিন বৃষ্টিপাত থাকবে।

চলতি মাসের প্রথম দিকে করাচিতে প্রবল বৃষ্টিপাতের কারণে ২৫জনের মৃত্যু হয়েছিল। এর আগে গত বছল গ্রীষ্মে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় পাকিস্তানে মারা গিয়েছিল দুই শতাধিক লোক।