প্রমিলা রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী অসীম পরপারে

মোঃ আলাউদ্দিন ঘরামী: বর্ন্যাঢ্য এক রাজনৈতিক জীবন শেষে অসীম পারাপারে চলে গেলেন সৈয়দা সাজেদা চৌধুরী। রবিবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বার্ধ্যক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৬ দফা,৬৯’র গণঅভ্যুত্থান,মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা পরবর্তী সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন সক্রিয়। ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর।আজীবন ছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ছায়াসঙ্গী।
বঙ্গবন্ধু হত্যা দুঃসময়ে,স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এই প্রমিলা রাজনীতিবিদ। ছিলেন মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।সরকারের মন্ত্রী ছাড়াও ছিলেন নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে।
মৃত্যুর আগের দিন পর্যন্ত ছিলেন মহান জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর থেকে নির্বাচিত সাংসদ। আওয়ামীলীগের সর্ব্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্ম ১৯৩৫ সালের ৮ ই মে বাংলাদেশের মাগুরা জেলায় মামার বাড়ীতে।বাবা সৈয়দ শাহ আহম্মেদ উল্যা,মা সৈয়দা আসিয়া খাতুন।তিনি পড়ালেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।শিক্ষা জীবনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তাঁর স্বামী৷ রাজনীতিবিদ ও সমাজকর্মী গোলাম আকবর চৌধুরী। তিনি ২০১৫ সালের ২৩ নভেম্বর মারা যান। ১৯৫৬ সাল থেকে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ,৬ দফা আন্দোলনে বঙ্গবন্ধুর ডাকে চলে আসেন ঢাকায়।
৬৯’র গনঅভ্যুত্থানে পান বঙ্গবন্ধুর সাহসর্য্য।ঐ বছরই নির্বাচিত হন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ১৯৭০ সালে  নির্বাচিত হন এমএনএ।মুক্তিযুদ্ধের সময় ছিলেন কোলকাতা ঘোপরান নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক। সক্রিয় অংশগ্রহণ করেন মহান মুক্তিযুদ্ধে।
স্বাধীনতার পর বঙ্গবন্ধুর ডাকে নিজেকে নিয়োজিত করেন দেশ গড়ার কাজে।১৯৭৩ সালে ফরিদপুর -২ আসন থেকে নির্বাচিত হন সংসদ সদস্য। জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর ১৯৭৬ সালে দলের ক্রান্তিলগ্নে পালন করেন দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব।
১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত আবারও দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মহিয়সী নারী বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী বঙ্গবন্ধুর হত্যার পর তাঁর কন্যা শেখ হাসিনাকে প্রবাস থেকে ফেরাতে পালন করেন কঠিন দায়িত্ব।
দেশে ফেরার পর আওয়ামীলীগকে সুসংগঠিত করতে রাজপথ কিংবা গ্রামের মেঠোপথ সব জায়গাতেই তিনি ছিলেন শেখ হাসিনার ছায়াসঙ্গী। বঙ্গবন্ধুর কন্যা তাঁকে সম্বোধন করতেন ফুফু বলে।আবার অনেক সময় নেত্রী বলেও ডাকতেন।তবে বঙ্গবন্ধু কন্যা সব সময় তাঁর নেত্রী ছিলেন।
নারী সংসদ উপনেতা জীবনের শেষদিন পর্যন্ত ছিলেন সেই দায়িত্বে। সরকারের বন-পরিবেশ মন্ত্রী ছাড়াও ছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন,শিক্ষা,সংস্কৃতি, ক্রীড়া,সমাজ উন্নয়ন জীবনের শেষদিন পর্যন্ত দল,দেশ,জাতির উন্নয়নে রেখেছেন অবদান।