প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বই বিক্রেতা সমিতি জেলা শাখার উদ্যোগে শহরের সমবায় মার্কেট চত্বরে এ কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলা বই বিক্রেতা সমিতির সভাপতি মহসীন আলী ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদসহ সমিতির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগামীকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে ৪৮ ঘন্টা সকল প্রকার বইয়ের দোকান বন্ধ থাকবে। এর মধ্যে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

উল্লেখ্য, উক্ত মানববন্ধন কর্মসূচিতে বই ব্যবসার সাথে জড়িত ঠাকুরগাঁওয়ের শতাধিক বই ব্যবসায়ী অংশগ্রহণ করেন।