প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ

ক্রীড়া প্রতিবেদক: ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ।

স্কোর: শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ ৬৮/১ (১০ ওভার)

স্বাগতিক দলের পঞ্চাশ: ৭.৪ ওভারে স্কোরবোর্ডে ৫০ রান তুলেছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ। এ রান তুলতে ১ উইকেট হারিয়েছে তারা। সাজঘরে ফিরেছেন দিলশান মুনাবীরা। ব্যাটিং করছেন সানদান বিরাকোডি, কুশল পেরেরা।

মাশরাফির প্রথম স্পেল: চোট থেকে ফিরে এসে এটি মাশরাফি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। প্র্রথমটি খেলেছিলেন বাংলাদেশে। শ্রীলঙ্কায় শুরুটা ভালো হয়নি নড়াইল এক্সপ্রেসের। ৪ ওভারে ২১ রান খরচ করেছেন মাশরাফি।

খরুচে তাসকিন: ৩ ওভারে তাসকিন আহমেদ খরচ করেছেন ২৭ রান। তার করা শর্ট বলগুলোকে অনায়াসে খেলেছেন লঙ্কান ওপেনাররা। প্রথম ওভারের পঞ্চম বলে তাসকিনকে হজম করতে হয়েছে বিশাল এক ছক্কা। লেগ স্টাম্পের ওপরের শর্ট বলে এক পা এগিয়ে এসে মিড উইকেট দিয়ে বিশাল ছয় মারেন দিলশান মুনাবীরা। পরের বলে কাট করে থার্ডম্যান অঞ্চল দিয়ে আবারও চার। চেষ্টা করেও বল থামাতে পারেননি রুবেল।

প্রথম আঘাত তাসকিনের: তাসকিনের ফুলার লেংথ বল অন সাইডে ফ্লিক করতে গিয়ে বল মিস করেন দিলশান মুনাবীরা। ডানহাতি পেসারের এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন মুনাবীরা।

কিপিংয়ে সোহান: উইকেটের পেছনের দায়িত্ব সামলাচ্ছেন কাজী নরুল হাসান সোহান। মুশফিক ফিল্ডিংয়ে নেই। তবে পরবর্তীতে ফিল্ডিংয়ে নামতে পারবেন। চাইলে ব্যাটিংও করতে পারবেন।

তামিম-সাকিব-মুস্তাফিজ-শুভাশীষ বিশ্রামে: তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও শুভাশীষ রায়কে প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

টস: সীমিত ওভারের সিরিজ শুরু আগে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

প্রথম ওয়ানডে: আগামী ২৫ মার্চ ডাম্বুলায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।