প্রান্তিক চাষি ও আদিবাসীদের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক : রংপুরের মহিমাগঞ্জের সুগার মিলের জন্য অধিগ্রহণ করা সাহেবগঞ্জ-বাগদাফার্মের জমি থেকে উচ্ছেদ হওয়া প্রান্তিক চাষি ও দিবাসীদের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সমতলের আদিবাসীদের ভূমি রক্ষায় নাগরিক সমাজ। একই সঙ্গে ভূমিহীন আন্দোলনকারীদের নামে সব ধরনের মিথ্যা মামলা বাতিল, হামলা ও নির্যাতন বন্ধ করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানায় তারা। সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘শিগগিরই আন্দোলনকারীদের দাবি মেনে নিতে হবে। তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। যত দিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে তত দিন আন্দোলন চলবে।’ তিনি বলেন, ‘‌‌কোনো হামলা-মামলা নির্যাতন আর চোখ রাঙিয়ে এ আন্দোলন নস্যাৎ করা যাবে না। আমরা আশা করি অধিগ্রহণ করা জমি বঞ্চিতদের মাঝে আইনতভাবে ফিরিয়ে দিয়ে সরকার গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত স্থাপন করবে।’ সংবাদ সম্মেলনে ছিলেন লেখক পাভেল পার্থ, ভূমি অধিদপ্তর কর্মী শামছুল হুদা, আদিবাসী সংগঠক দীপায়ন খীসা প্রমুখ।