প্রায় ১ বছর পর হাটহাজারী মাদরাসায় শুরা বৈঠক শুরু

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় প্রায় এক বছর পর অনুষ্ঠিত হচ্ছে শুরা কমিটির বৈঠক।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে মাদরাসার অর্থ ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে পর্যালোচনার পাশাপাশি আলোচনা সাপেক্ষে মহাপরিচালক, সহযোগী ও সহকারী মহাপরিচালক, শিক্ষা সচিব, শায়খুল হাদিস এবং মজলিসে শুরার দুটি শূন্যপদে নিয়োগ দেওয়া হতে পারে।

বৈঠকে শুরা সদস্যের মধ্যে ১৩ জন উপস্থিত রয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, সকালে হাটহাজারী মাদরাসায় পূর্বনির্ধারিত শুরা বৈঠক শুরু হয়। এতে ১৩ জন উপস্থিত রয়েছেন। মাদরাসা এলাকায় তাদের নিজেদের লোক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর মাদরাসাটির প্রয়াত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর দাফনের দিন সবশেষ শুরা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।