প্রীতি ম্যাচে রোনালদোকে পাচ্ছে না পর্তুগাল

ক্রীড়া ডেস্ক : ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ও উয়েফা নেশনস কাপের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে পাচ্ছে না পর্তুগাল। জুভেন্টাস ফরোয়ার্ডকে ছাড়াই এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। রোনালদোর দলে না থাকাটা অবশ্য তার নিজের ইচ্ছাতেই। ৩৩ বছর বয়সি ফরোয়ার্ড এই মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে নাম লিখিয়েছেন। নতুন পরিবেশের সঙ্গে সবকিছু মানিয়ে নেওয়ার জন্য তার সময় দরকার। সে কারণে আগেই কোচের কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। রাশিয়া বিশ্বকাপের পর রোনালদো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বলে ধারণা করা হচ্ছিল। যদিও বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর কোচ সান্তোস বলেছিলেন, রোনালদোকে ভবিষ্যতে দলের সঙ্গেই পাবেন। তবে বিশ্বকাপের পর প্রথম ঘোষিত দলে সেরা খেলোয়াড়কে পেলেন না তিনি। পর্তুগালের হয়ে ১৫৪ ম্যাচে ৮৫ গোল করা রোনালদো দেশের শেষ ২০ প্রীতি ম্যাচের মাত্র আটটিতে খেলেছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ হলেও ইতালির বিপক্ষে লড়াইটা কিন্তু নতুন টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক ম্যাচ। রোনালদো ছাড়াও বিশ্বকাপের দলে থাকা আরো নয় খেলোয়াড় নেই এই দুই ম্যাচের দলে। আগামী ৬ সেপ্টেম্বর ক্রোয়েশিয়া ও এর চার দিন পর ইতালির মুখোমুখি হবে পর্তুগাল।