প্রেসিডেন্ট কে হচ্ছেন- লি পেন না কি ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোট গ্রহণ চলছে।

রোববারের এ নির্বাচনে ফরাসিরা ঠিক করবেন তাদের পরের প্রেসিডেন্ট কে হচ্ছেন- লি পেন না কি ম্যাক্রোঁ।

দুই প্রার্থীর পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে পড়া ফ্রান্সের নাগরিকরা ভোট দেওয়া শুরু করেছেন। তবে বড় ব্যবধানে কোনো প্রার্থী এগিয়ে নেই। ফলে নির্বাচন হচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

ভোটের আগের জনমত জরিপে সামান্য ব্যবধানে কট্টর ডানপন্থি প্রার্থী লি পেনের (৪৮) চেয়ে এগিয়ে আছেন ডানপন্থি স্বতন্ত্র প্রার্থী এমানুয়েল ম্যাক্রোঁ (৩৯)। জনমতে লি পেনের ২৬ শতাংশেরে চেয়ে ২ শতাংশ বেশি অর্থাৎ ২৮ শতাংশ সমর্থন বেশি নিয়ে এগিয়ে আছেন ম্যাক্রোঁ।

স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত ২৮ দশমিক ২ শতাংশ ভোট পড়েছে, যা প্রথম দফায় একই সময়ে গৃহীত ভোটের চেয়ে কম। এই নির্বাচনকে ইউরোপ খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কারণ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের ওপর।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সন্ধ্যা ৭টায় তা শেষ হবে। তবে কিছু বড় শহরে রাত ৮টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকবে। নির্বাচনী নিরাপত্তায় দেশজুড়ে ৫০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।