প্রোটিয়াদের ২২৩ রানে অলআউট করল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে দুই দেশের নারী ক্রিকেট দল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ড্যান ভন নাইকার্ক।

শুরুতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৩ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। জয়ের জন্য এ রান তাড়া করতে হবে বাংলাদেশকে।

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে গত ম্যাচের মতো আজও বড় ইনিংস খেলেছেন দুই ওপেনার লিজলি লি এবং আন্দ্রেই স্টেইন। লিজলি লি (৭০), এবং স্টেইন ৬৬ রান করে আউট হয়েছেন। এছাড়া অধিনায়ক ড্যান ভন নাইকার্ক ২৭ এবং ফাউরি ১৬ রান করেন।

বল হাতে বাংলাদেশের হয়ে খাদিজাতুল কুবরা সর্বোচ্চ ৪টি উইকেট পান। এছাড়া একটি করে উইকেট নেন পান্না ঘোষ, জাহানারা আলম, নাদিরা আক্তার এবং লতা মন্ডল।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৮৬ রানে হেরেছে। আজ দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে রুমানা আহমেদ-সালমা খাতুনরা। বাংলাদেশ জয় পেলে ১-১ এ সমতা ফিরবে। আর হেরে গেলে সফরকারীরা ২-০ ব্যবধানে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ধীরগতির ব্যাটিং বৃত্ত থেকে আজকের ম্যাচে বের হয়ে আসতে পারে কি না বাংলাদেশ, সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

১২ জানুয়ারি থেকে শুরু হওয়া ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের পরবর্তী তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ জানুয়ারি। সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।