ফকিরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উদযাপন

এম এম সি মেহেদী ঃ বাগেরহাটের ফকিরহাটে উৎসব মূখর পরিবেশে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উদযাপন করেছে। এ উপলক্ষে পিলজংগ সার্বজনীন জন্মাষ্টমী মহোৎসব উদযাপন কমিটির আয়োজনে শুক্রবার দুপুর ১২টা ধর্মীয় শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপূর্বে পিলজংগ সাধের সাধুর বটতলা শ্মশান কালি মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদযাপন কমিটির আহবায়ক জীবন কৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামিম জামান পলাশ।

অঞ্জন কুমার দে ও সুমন ধর এর যৌথ উপাস্থনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ দাশ শিমির কুমার, মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, প্রভাষক মুরারী মোহন পাল প্রমুখ। এসময় বলাই চন্দ্র দাশ, ইউপি সসদস্য সাধান কুমার দে, সংকর কুমার দত্ত, শিক্ষক রিংকু চক্রবর্তী, উৎপল দাশ, অলোক সেন, তপু রায় চৌধুরী, রঞ্জন দে, জয়দেব দে, রতন কুমার চাটার্জী, মিলন দাশ, দেবাশীষ দাশ, আশিষ রায় চৌধুরী, প্রান্ত দে, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন টুটুল, শাহাজান আলী, যুবলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম সহ অসংখ্য ভুক্তবৃন্দ উপস্থিত ছিলেন।