ফতুল্লায় বিস্ফোরণ, ভবন সিলগালার নির্দেশ তদন্ত কমিটির

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসের চুলার পাইপ লাইন বিস্ফোরণে নারী-শিশুসহ ১১ জন দগ্ধ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ভবনটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারকে আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরাকে সদস্যসচিব করে সাত সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ আরও বলেন, ক্ষতিগ্রস্ত ভবন থেকে সব বাসিন্দাকে সরিয়ে ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিদগ্ধ ব্যক্তিদের সরকারি বিধি অনুযায়ী সহায়তা করা হবে।

ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা এলাকায় মডেল গার্মেন্টসের দক্ষিণ পাশে স্থানীয় মফিজুল ইসলামের তিনতলা বাড়ির তৃতীয় তলায় ভাড়াটের ফ্ল্যাট বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।