ফিলিপাইনের ম্যানিলায় দুটি বিস্ফোরণে কমপক্ষে দুজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শনিবার রাতে পৃথক দুটি বিস্ফোরণে কমপক্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কুইয়াপো এলাকায় একটি মসজিদের কাছে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। ম্যানিলার পুরাতন এই এলাকাটি কয়েকটি বড় বস্তি রয়েছে। এই বিস্ফোরণে নিহত হয়েছে দুজন এবং আহত হয়েছে চারজন।

একই এলাকায় রাত ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ নিহত হয়নি এবং স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলে এক পুলিশ সদস্য প্রথম বিস্ফোরণে আহত এক ব্যক্তির দেহ পরীক্ষা করছিলেন। দ্বিতীয় বিস্ফোরণে তিনি কিছুটা আহত হয়েছেন।

তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে ২৯ এপ্রিল কুইয়াপো এলাকায় একটি বোমা বিস্ফোরণে ২৯ জন আহত হয়েছিল। ওই সময় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এর দায় স্বীকার করেছিল। তবে পুলিশ এ দাবি অস্বীকার করে জানিয়েছিল, স্থানীয়রা একটি বিষয়ে ক্ষুব্ধ হয়ে পাইপ বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল।