ফিলিস্তিনি গেরিলা দল হামাস ইসরাইলকে নিয়ে নরম সুর

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের ১৯৮৮ সালের সনদে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। পশ্চিমা দেশগুলো এ কারণে হামাসকে সন্ত্রাসবাদী দল হিসেবে মনে করে।

তবে নতুন নীতিতে বলা হয়েছে, হামাসের লড়াই ইহুদিদের সঙ্গে নয়। বরং ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে।

করেছে ফিলিস্তিনি গেরিলা দল হামাস। প্রথমবারের মতো দলটি ১৯৬৭ সালের সীমান্ত নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি মেনে নিয়েছে। একইসঙ্গে হামাস এখন থেকে আর ইসরায়েল ধ্বংসের আহ্বান জানাবে না। সোমবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে দলের নয়া নীতি ঘোষণা করেন হামাস নেতা খালেদ মিশাল।

সোমবার সংবাদ সম্মেলনে মিশাল বলেন, ‘আমরা আমাদের নীতিকে হালকা করতে চাই না, তবে আমরা উদার হতে চাই। আমরা আশা করছি নতুন নীতি ঘোষিত হওয়ার পর ইউরোপীয় দেশগুলো আমাদের ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করবে।’

১৯৬৭ সালের সীমান্ত মেনে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘হামাস সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার নীতিতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও ইসরায়েলকে স্বীকৃতি না দিয়ে কিংবা কোনো অধিকার ত্যাগ না করেই ১৯৬৭ সালের সীমান্ত মেনে নিতে রাজি আছে।’

নতুন নীতিতে মিশরে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গেও আর সখ্যতা না রাখার ঘোষণা দিয়েছে হামাস।

এদিকে হামাসের নতুন নীতিকে বিশ্বকে ধোঁকা দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছে ইসরায়েল ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ডেভিড কেইয়েস বলেছেন, ‘হামাস বিশ্বকে বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু তাদের এ চেষ্টা সফল হবে না।’