ফুটবল দলে করোনার থাবা

ফুটবলারদের করোনার রিপোর্ট হাতে না পেয়েই চলেছে অনুশীলন। গতকাল (মঙ্গলবার) করোনার রিপোর্ট হাতে পায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩২ ফুটবলারের মধ্যে বসুন্ধরা কিংসের মোহাম্মদ ইব্রাহিম পজিটিভ হয়েছেন। আপাতত সেল্ফ আইসোলেশনে রয়েছেন ইব্রাহিম। গতকাল নতুন করে তার নমুনা নেয়া হয়।

ইব্রাহিম রুমমেট সোহেল রানারও নতুন করে পরীক্ষা করা হয়েছে। কেননা বাফুফে কোনো ঝুঁকি নিতে চাইছে না। যার কারণে জামাল ভূঁইয়াদের অনুশীলন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘ইব্রাহিমের রিপোর্ট পজেটিভ এসেছে। ওর সঙ্গে থাকা সোহেল রানাসহ আবারও করোনার নমুনা নেয়া হয়েছে। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’

দুই দিনই দলের সঙ্গে অনুুশীলন করেন ইব্রাহিম। সকলের সংস্পর্শে এসছেন কিংসের এই তরুণ ফুটবলার। যার কারণে অনুশীলন অব্যাহত থাকবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।