ফেইসসবুকের মাধ্যমে জানা যাবে আচরণ

ফেসবুকেই দিনের অধিকাংশ সময় অতিবাহিত করেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। হয় কর্মক্ষেত্রে কাজে আসে আজকের অন্যতম জনপ্রিয় প্রচার মাধ্যমটি, আর নয়তো নিছকই মনোরঞ্জন বা অভ্যাসের বশে ফেসবুক করেন অনেকে। ফেসবুকে আমরা বিভিন্ন পোস্টে শেয়ার, লাইক ও কমেন্টের মাধ্যমে ব্যস্ত রাখি নিজেদের। আর এগুলি দেখেই বুঝে নেওয়া যাবে আমাদের কার মানসিক অবস্থা কেমন। সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। আপনি মানসিক অবসাদ বা স্কিৎজোস্ফ্রনিয়াতে ভুগছেন কি না, তা সহজেই বুঝে নেওয়া যাবে আপনার কাজকর্ম দেখে।

কেমব্রিজ ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সম্প্রতি এমনটাই জানিয়েছেন। তাঁদের মতে, স্যোশাল মিডিয়ায় মানুষের আচরণ নিয়ে গবেষণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে। বাস্তব জীবনের আচরণের চেয়েও স্যোশাল মিডিয়ার আচরণে কারো সম্পর্কে ভালোমতো বিশ্লেষণ করা যায়। এর কারণ মানুষ, বিশেষত অল্পবয়সিরা, বাস্তবের চেয়ে অনলাইনেই তাদের আবেগ স্পষ্টভাবে প্রকাশ করে।