ফের ক্যারিবীয়দের কোচ ফিল সিমন্স

খেলা ডেস্কঃ ২০১৬ সালের পর ফের ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হলেন ফিল সিমন্স। দেশটির সাবেক এই ওপেনারকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে ক্যারিবিয়ান বোর্ড। সোমবার এই ঘোষণার পাশাপাশি পুরুষ, নারী ও যুব পুরুষ দলের জন্য তিনটি আলাদা নির্বাচন প্যানেল গঠন করা হয়।

এর আগে উইন্ডিজ দল থেকে অবশ্য সিমন্সের বিদায়টা ভালো হয়নি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বিতর্কিতভাবে বরখাস্ত করা হয় তাকে।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের শেষ পর্যন্ত আফগানিস্তানের হেড কোচ হিসেবে কাজ করেন সিমন্স। আর সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার কোচিংয়ে শিরোপা জেতে বার্বাডোজ ট্রাইডেন্টস।

সিমন্স এর আগে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় আট বছর আয়ারল্যান্ডের কোচ ছিলেন। তার অধীনে আইরিশরা টানা তিন বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলে।