ফ্লিন সিনেটের তদন্ত কমিটিকে রাশিয়ার সঙ্গে যোগাযোগের নথি দেবেন না

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন সিনেটের তদন্ত কমিটিকে রাশিয়ার সঙ্গে যোগাযোগের নথি দেবেন না।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সন্দেহভাজন হস্তক্ষেপের বিষয়ে তার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে সিনেট গোয়েন্দা কমিটি। এ-সংক্রান্ত নথিপত্র কমিটিকে দিতে বলা হয়েছে দুই সপ্তাহ আগে।

দোষারোপ এড়াতে যুক্তরাষ্ট্রের সংবিধানের পঞ্চম সংশোধীনর ক্ষমতা ব্যবহার করতে যাচ্ছেন বিকর্তিক ফ্লিন।

ট্রাম্পের প্রচারশিবিরের সঙ্গে রাশিয়ার কোনো যোগাযোগ ছিল কি না, তা তদন্ত করছে মার্কিন সিনেট গোয়েন্দা কমিটি।

মাইকেল ফ্লিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক দিন পরই তাকে বহিষ্কার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের বিষয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করতে বাধ্য হন তিনি।

এর আগে মাইকেল ফ্লিনের আইনজীবী দাবি করেন, তদন্তে সহযোগিতা করার জন্য ‘অন্যায্য বিচার’ থেকে তাকে দায়মুক্তি দেওয়া হোক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ঐকমত্যে পৌঁছানোর পর এ নিয়ে তোড়জোড় শুরু হয়। সেই থেকে একের পর এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে বিষয়টি এখন ট্রাম্পের গলার কাঁটা হয়ে উঠেছে।

এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে মাইকেল ফ্লিনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প তদন্ত বন্ধ করার নির্দেশ দেন বলে সম্প্রতি মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বেড়েছে। সম্প্রতি এ ইস্যুতে কোমিকে বহিষ্কার করেন ট্রাম্প। কোমির বহিষ্কার নিয়ে ডেমোক্র্যাটরা জোর প্রতিবাদ জানাচ্ছে এবং তার বহিষ্কারের পেছনের কারণ তদন্ত করা হচ্ছে।