ফ্লোর প্রাইস বেঁধে দেয়ার পর পুঁজিবাজারে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদকঃ চলতি বছর এক দিনে সূচক সবচেয়ে বেশি ১৫৫ পয়েন্ট বেড়েছিল গত ৯ মার্চ। ১০০ পয়েন্ট যোগ হয়েছে আরও দুই দিন। এর মধ্যে ২৯ মে ১৩১ পয়েন্ট ও ২৩ মে ১১৮ পয়েন্ট সূচকে যোগ হতে দেখা যায়। এ ছাড়া ১৩ মার্চ বাড়ে ৯৭ পয়েন্ট।

ধারাবাহিক দরপতনের মধ্যে প্রতিটি শেয়ারের সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইস বেঁধে দেয়ার পর পুঁজিবাজারে বড় উত্থান হলো। করোনার সময় ফ্লোর প্রাইসে বিপুলসংখ্যক শেয়ার লেনদেন না হলেও এবার সেটিও দেখা গেছে কম। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সের ১৫৩ পয়েন্ট উত্থান সূচককে ছয় হাজার পয়েন্ট ছাড়িয়ে ৬ হাজার ১৩৩ পয়েন্টে নিয়ে গেছে। আগের কর্মদিবস বৃহস্পতিবার সেটি গত ১৩ মাসের মধ্যে প্রথমবারের মতো ৬ হাজার পয়েন্টের নিচে নামার পর তৈরি হয় আতঙ্ক।

সেদিনই ফ্লোর প্রাইস কার্যকরের ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ২০২০ সালে দেশে করোনা সংক্রমণের পর ধসের মধ্যে ১৯ মার্চও ফ্লোর প্রাইস দেয়ার ঘোষণা আসে। এতে বাজারের ধস থামে।

রোববার ফ্লোরের প্রথম দিন তিন শতাধিক কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। এর প্রভাবে লেনদেন শুরুই হয় ৬ হাজার ১৬ পয়েন্ট দিয়ে যা আগের দিনের তুলনায় ছিল ৩৬ পয়েন্ট বেশি।

রোববার ডিসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭টির। অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় প্রধান সূচক ডিএসইএক্স ১৫৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ৩১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল আইপিডিসি, ফরচুন সুজ, কাট্টলী টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, সোনালী পেপার, মতিন স্পিনিং, স্কয়ার টেক্সটাইলস, কেডিএস এক্সেসরিজ এবং ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪টির। অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ২১৫ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ১৭০ টাকার শেয়ার।