বঙ্গবন্ধুর সাজ পোশাক

খোকা থেকে শেখ মুজিবুর রহমান তার পর জাতির জনক। তিনি একাধারে বিশ্বনেতার প্রতীক। শৈশব, কৈশোর, তারুণ্য পেরিয়ে প্রৌঢ়ত্ব সময়ের নানা বাঁক পেরোতে পেরোতে একেকজন মানুষ ব্যক্তিস্বরূপ ছাড়িয়ে আইকন হয়ে ওঠেন। এমন বিরলপ্রজদের একজন অবশ্যই বঙ্গবন্ধু।

জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের পোশাকেও ছিল তার ব্যক্তিত্বের প্রকাশ। কেবল পোশাক-আশাক নয়, বরং ব্যক্তিবৃত্তের পরিসীমার পরতে সংযোজিত গুণাবলি তাঁকে অনন্য উৎকৃষ্ট ব্যক্তিত্বে পরিণত করেছে। তিনি যেটাই পরেছেন, সেটাতে হয়ে উঠেছেন অসাধারণ।

বঙ্গবন্ধুর স্টাইলে ছিল দুটো উল্লেখ্য বিষয়, ব্যাকব্রাশ করা চুল আর মোটা ফ্রেমের চশমা। তার সাথে সাদা পাঞ্জাবি-পাজামার সঙ্গে ৬ বোতামের কালো মুজিব কোট পরিপাটি সাজ পোশাক। এই সাধারণ পোশাকেই তিনি হয়ে ওঠেন এক অনন্য বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধু মানে বাংলাদেশের স্বপ্ন, সংগ্রাম, স্বাধীনতা, অধিকার। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।