বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে নড়াইলে মোমবাতি প্রজ্জ্বলন

ফরহাদ খান, নড়াইল: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের স্মরণে নড়াইলে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আগস্টের প্রথম প্রহরে (১ আগস্ট) পুরাতন বাস টার্মিনাল চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, সহসভাপতি তরিকুল ইসলাম টুটুল, যুগ্মসাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক ফিরোজ শেখ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাকিব হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আল মামুন মিন্টু, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ রিয়াজ মাহমুদ মিশাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরীফ ইমদাদুল ইসলাম আপ্পী, যুগ্মআহবায়ক শাহাবুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশ দাশসহ অনেকে।

নেতাকর্মীরা বলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগস্টের প্রথম প্রহরে আলোক শিখা প্রজ্জ্বলন করা হয়েছে।