বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যুবলীগের সুরক্ষাসামগ্রী হস্তান্তর

বিশেষ প্রতিবেদকঃ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সুরক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুরক্ষাসমগ্রী হস্তান্তর করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচায্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার হাতে এ সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়। যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্বের সবগুলো দেশেই মহামারি কোভিড-১৯ ভায়াবহ রূপ নিয়েছে। বাংলাদেশেও পর্যায়ক্রমে এ মহামারির প্রকোপ বাড়ছে। চিকিৎসা দিতে গিয়ে অনেক চিকিৎসক ও নার্স আক্রান্ত হয়ে পড়ছেন। পর্যাপ্ত সুরক্ষাসামগ্রীর অভাবেই অনেক সময় চিকিৎসা সেবায় নিয়জিতরা আক্রান্ত হয়ে পড়ছেন। এমন বাস্তবতায় চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিতে এগিয়ে এসেছে কেন্দ্রীয় যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল-এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।

সুরক্ষাসামগ্রী হস্তান্তরের সময় যুবলীগ নেতা ডা. মাহফুজার রহমন উজ্জ্বল, মো. নুর আলম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।