বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে হৃদয়ে লালন করে আরজুর পথ চলা

বিশেষ প্রতিবেদনঃ পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি, আদর্শ, উপদেশ ও চেতনাকে হৃদয়ে লালন করে আমার পথচলা। আমি আমার জীবনে জনগণের কল্যাণে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আমি ১৯৫৮সালের ০৭ ই এপ্রিল মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করি।আমার পিতা মরহুম খন্দকার জনাব আলী ছিলেন একজন শিক্ষক। আমার মাতা মরহুমা সৈয়দা মাহফুজন্নাহার বেগম ছিলেন একজন গৃহিণী। আমরা পাঁচ ভাই ও তিন বোন। আমার বড় ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতা ছিলেন। আমরা ভাই বোন সবাই বর্তমান সমাজে প্রতিষ্ঠিত। আমার মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর খন্দকার বজলুল হক বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

আমরা খন্দকার আজিজুল হক আরজুর কথার সূত্র ধরে তার রাজনীতি ও সমাজের উন্নয়নমূলক কর্ম পরিধির খোঁজ নিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে ছুটে চলি। জাতসাখিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক বলেন, সাবেক মাননীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু সাহেব একজন ভালো ও সাদা মনের ব্যক্তি।তেমনি রূপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজারুল ইসলাম মোহন জানান, আমাদের সাবেক এমপি একজন ভালো মানুষ বটে। ঢালারচর ইউনিয়নের চেয়ারম্যান কোরবান আলী সরদার খন্দকার আজিজুল হক আরজুর সুনাম বহন করেন। মাশুমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল হক শহীদ নেতা সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর ব্যাপারে স্পষ্ট কথা বলেন। আরজু সাহেব যখন ক্ষমতায় ছিলেন পাবনা -২ আসনে কোনো ধরনের অপরাধ,অনিয়ম,দুর্নীতি কেউ করার সাহস পায়নি। শান্তিপূর্ণভাবে এলাকার সাধারণ মানুষ বসবাস করার সুযোগ পেয়েছে। আলহাজ্ব মুজিবুর রহমান মজনু সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ বেড়া উপজেলা তিনি বলেন, আরজু ভাই একজন সৎ ও ভালো মানুষ। আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগ বলেন, সাবেক এমপি সাহেব একজন সৎ মানুষ। বিপ্লব চক্রবর্তী বিপু সাবেক প্রচার সম্পাদক রূপপুর ইউনিয়ন ছাত্রলীগ জানান, সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু সাহেব সাধারণ নেতা কর্মীদের ও যুব সমাজের হৃদয়ের বন্ধু সকল শ্রেণী পেশার মানুষ আরজু সাহেবের কাছে বন্ধুর মত কথা বলতে পারেন। রহমত উল্লাহ বলেন আরজু সাহেব এমপি থাকাকালীন এলাকার স্কুল-কলেজের শিক্ষার মান ভালো ছিল। আমি একজন স্কুল শিক্ষক হিসেবে গর্ব করে বলতে পারি শিক্ষানুরাগী হিসেবে তার কোনো বিকল্প নেই।পুরান ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এ এম রফিকুল্লাহ বলেন, সাবেক এমপি আজিজুল হক আরজু আমার উপরে হামলা করেছে। আমার বাড়ির উপরে বোমা মেরেছে। আমরা প্রশ্ন করেছিলাম বেড়া উপজেলা, সুজানগর উপজেলা ও আমিনপুর থানা এলাকায় হাজার হাজার লোক খন্দকার আজিজুল হক আরজুকে ভালো লোক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে আপনি রফিকুল্লাহ সাহেব সাবেক এমপির উপরে এত ক্ষেপে আছেন কেনো? তার কথাবার্তায় বোঝা গেলো সাবেক এমপি আরজুর সাথে তিনি ভালোবাসার দন্ডে জড়িয়েছেন। বেড়া উপজেলার চেয়ারম্যান রেজাউল হক বাবু বলেন, সাবেক এমপি আরজু সাহেব খুব রাগী মানুষ সে নিজেই সকল সিদ্ধান্ত একা নিতে পছন্দ করেন।সেজন্য অনেক তৃণমূল পর্যায়ের নেতা কর্মী তার উপরে ক্ষুব্ধ হয়ে আছেন। একসাথে সবাইকে নিয়ে বসে দন্ড নিরসন করা উচিত বলে আমরা মনে করি। নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে যতটুকু সমন্বয় হীনতার অভাব আছে সেই জায়গা থেকে খন্দকার আজিজুল হক আরজুর সম্ভাবনার দুয়ার খুলে যাওয়া সম্ভব। যদি সকল নেতাকর্মীদের নিয়ে মিলেমিশে একসাথে কাজ করেন।