বঙ্গবন্ধু সেতুতে ২০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি

নিজস্ব প্রতিবেদকঃ ঈদ যতই ঘনিয়ে আসছে ততই সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। ২০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতির সৃষ্টি হয়। এ ধীরগতি মাঝে মধ্যে যানজটে রূপ নিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ ও গরু ব্যবসায়ীরা।

সোমবার (১৯ জুলাই) ভোর থেকে যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতির সৃষ্টি হয়। এ ধীরগতি মাঝে মধ্যে যানজটে রূপ নিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের ঈদে ঘরে ফেরা ২২ জেলার মানুষ ও গরু ব্যবসায়ীরা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও যানবাহনের অতিরিক্ত গাড়ির চাপে ধীরগতির সৃষ্টি হচ্ছে। আবার ধীরগতি থেকে কখনো যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।