বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় প্রায় ২০ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ আগস্ট) ভোর থেকেই মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহনের চাপ বাড়তে থাকে। অতিরিক্ত যানবাহনের চাপ সেই সঙ্গে গত কয়েকদিনের বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় এ যানজট দেখা দিয়েছে বলে জানান চালকরা।

মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে যাত্রীরা ঢাকায় ফিরতে দেখা গেছে।

রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের এক চালক জানান, গতকাল রাত ৮টায় রংপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। কিন্তু ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে এসে যানজটে আটকা পড়েছি। এখনো বঙ্গবন্ধু সেতু পার হতে পারিনি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গার্মেন্টস কর্মীবাহী বিপুল সংখ্যক গাড়ি ছুটেছে ঢাকার দিকে। অতিরিক্ত যানবাহনের কারণেই মহাসড়কে এ অবস্থার সৃষ্টি হয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে মহাসড়কের বিভিন্ন স্থানে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে।