বঙ্গবন্ধু সেতু সড়কে যানবাহনের ধীরগতি

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে হাঁটিকুমরুল মোড় পর্যন্ত যানবাহনের ব্যাপক চাপ থাকায় ধীরগতিতে চলছে সব পরিবহন। তবে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি।

রোববার (১ মে) যানবাহনের এ ধীরগতি দেখা যায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছাদ্দেক হোসেন জানান, শনিবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ অনেকটাই কমে এসেছিল। যার ফলে গতকাল দিনভর অনেকটা স্বাভাবিকভাবেই এই মহাসড়ক পাড়ি দিয়েছে উত্তরাঞ্চলের মানুষ।

তবে রোববার ভোর থেকে আবারও এ মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এতে সেতুর গোলচত্বর থেকে হাঁটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। যানবাহনের চাপ বেড়ে গেলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। এতে গতকালের মতো আজও এই মহাসড়ক স্বস্তির সঙ্গে পাড়ি দিচ্ছে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ।