বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিহত ২

বঙ্গোপসাগরে ঝড়ে ১৯ জেলেসহ একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ১৭ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বরগুনার সাগর উপকূলে ‘এফবি ভাই ভাই’ নামে ওই মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। তবে তাৎক্ষণিকভাবে মৃত জেলেদের পরিচয় পাওয়া যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বঙ্গোপসাগরে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ১৯ জেলেসহ ট্রলারডুবির ঘটনা ঘটে। ভারতীয় জেলেরা ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে এ ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে।