বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হচ্ছে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হচ্ছে। দুদিনের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ বলছেন, দেশে এর খুব একটা প্রভাব পড়বে না। শুধু চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আগামী দুদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার অবনতি হতে পারে। এ ছাড়া লঘুচাপের পরবর্তী ধাপ কত দূর যাবে, গতিপ্রকৃতি কোন দিকে যাবে, এর ওপর নির্ভর করছে বৃষ্টিপাতের পরিমাণ।

এদিকে লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।