বরিশালে অভিযান চালিয়ে ৬৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৬৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছেন নৌবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার হিজলা ও মেহেন্দিগঞ্জ সংলগ্ন মেঘনা, আড়িয়ালখাঁ ও ইলিশা নদীতে অভিযান চালিয়ে ওই অবৈধ জাল জব্দ করেন তারা। জব্দকৃত জাল শুক্রবার নগরীর রসুলপুর কোস্ট গার্ড স্টেশনে পুড়িয়ে ফেলা হয়।

নৌবাহিনীর জাহাজ বিএনএস পদ্মার সাব লেফটেন্যান্ট মো. তাকিম জানান, মেঘনাসহ বিভিন্ন নদীতে অভিযান চালান তারা। এ সময় প্রায় ৬২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং ৭০০ মিটার বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য সাড়ে ১৩ লাখ টাকা। বিকেলে জালগুলো কোস্ট গার্ডের রসুলপুর স্টেশনে পুড়িয়ে ফেলা হয়।