বহিষ্কৃত অস্ত্রধারী দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযানের সময় গুলি ছোড়ার ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের পর তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। সোমবার রাতে শাহবাগ থানার উপ পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

এদিকে উচ্ছেদ নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় গতকাল রাতে এক হকার বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।

গত ২৭ অক্টোবর গুলিস্তানে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ হয়। একপর্যায়ে ওই যুবকদের মধ্যে সাব্বির হোসেন ও আশিকুর রহমান ফাঁকা গুলিবর্ষণ করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।