বাঁশের কেল্লার দুই এডমিনের জামিন আপিলে বহাল

নিজস্ব প্রতিবেদক : তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামায়াত-শিবির সমর্থিত ফেসবুক পেইজ বাঁশের কেল্লার এডমিন ওসমান গণি ও আবুল হোসেন রানার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।

মামলার বিবরণে জানা যায়, বাঁশের কেল্লার পেইজে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে নিয়ে কটূক্তি করায় ওসমান গণি ও আবুল হোসেন রানার বিরুদ্ধে ২০১৪ সালের ১৪ এপ্রিল তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। পরের দিন ১৫ এপ্রিল এই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

২০১৬ সালের ১৪ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ তাদের জামিন দেন।

পরে হাইকোর্টের এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের আদেশ আপিল বিভাগ বহাল রাখেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।