বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আরো সহজ করা হবে

মাদারীপুর প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আরো সহজ করা হবে। খুব শিগগিরি ই-টোকেন পদ্ধতি পুরো বাতিল করা হবে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ২ কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের চুক্তি সম্পাদন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের হাইকমিশনার বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশের সরকারের দেওয়া গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করছি। এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হলে খুলনা-রামপাল এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশিদের ভারতে যাওয়ার জন্য ভিসা প্রসেস আরো সহজ করা হচ্ছে। বড় ও ছোট ব্যবসায়ীসহ তাদের পরিবারের সদস্যরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসা করতে পারবেন।’

চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাবর আলী মীর, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।