বাংলাদেশী যাত্রীদের ছবিসহ পরিচয়পত্র দেখাতে হবে

সচিবালয় প্রতিবেদক : এখন থেকে বিমানে অভ্যন্তরীণ রুটে ভ্রমণের জন্য বোর্ডিং কার্ড সংগ্রহের আগে বাংলাদেশী যাত্রীদের ছবিসহ পরিচয়পত্র দেখাতে হবে।

বুধবার বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের অভ্যন্তরীণ রুটে পরিচালনাকারী সব বিমান সংস্থাকে এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

নির্দেশনা অনুযায়ী, অভ্যন্তরীণ টার্মিনাল থেকে পরিচয়পত্র দেখিয়ে বোর্ডিং কার্ড সংগ্রহ করতে হবে। যাত্রীর বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ড, ড্রাইভিং লাইসেন্সের যেকোনো একটি পরিচয়পত্র হিসেবে বিবেচ্য হবে। এ ছাড়া চাকরিজীবীদের জন্য সংশ্লিষ্ট কর্মস্থলের পরিচয়পত্র ও শিক্ষার্থীদের তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে।

শাকিল মেরাজ আরো জানান, ছবিযুক্ত পরিচয়পত্র বলতে বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্ট কার্ড, বৈধ ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র কিংবা কোনো প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র বোঝানো হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক রুটের যাত্রীদের বৈধ পাসপোর্ট সঙ্গে রাখা বাঞ্ছনীয়।