বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ

শেষ হল বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্ব। এশিয়ান কাপের মূল বাছাই পর্বে জায়গা করে নিয়েই সমাপ্ত হল বাংলাদেশের ম্যাচ। আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে এশিয়ান কাপে জায়গা করে নেয়ার লড়াই। তার আগে জাতীয় দলের প্রস্তুতি নিয়ে সরব বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এশিয়ান কাপের বাছাই পর্বের আগে তিনটি ফিফা উইন্ডো পাচ্ছে জাতীয় দল। উইন্ডো তিনটির সঠিক ব্যবহারের পরিকল্পনা ফেডারেশনের।
গেল বছর সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। করোনার কারণে পিছিয়ে এ বছর সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে টুর্নামেন্টটি আয়োজন করতে চায় বাংলাদেশ। ঘরের মাঠে বড় এই টুর্নামেন্ট সামনে রেখে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ চললে জামাল ভূইয়াদের ক্যাম্প হতে পারে ঢাকার বাইরে।

গেল ফিফা উইন্ডোতে এএফসি কাপের ম্যাচ থাকায় বসুন্ধরা কিংসের ফুটবলারদের পাওয়া নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। এবার সেই ঝামেলা হবে না বলে আশ্বাস বাফুফের।

এদিকে ড্র অনুষ্ঠিত হয়েছে নারী এশিয়ান কাপের বাছাই পর্বের। যেখানে হোস্ট বাংলাদেশের সাথে রয়েছে জর্ডান এবং ইরান।