বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘অশনি’ আঘাত হানার সম্ভাবনা নেই

বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘অশনি’ আঘাত হানার আর কোনো সম্ভাবনা নেই। বুধবার (১১ মে) দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূলে আঘাতে হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’।

ঘূর্ণিঝড়ের প্রভাবে এরইমধ্যে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে বেড়েছে বাতাসের গতিবেগ। উত্তাল রয়েছে সাগর। পাশাপাশি বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় অশনি থেকে পুরোপুরি শঙ্কামুক্ত বাংলাদেশ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে।
নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে জেলেদের। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটেও বিরাজ করছে বৈরি আবহাওয়া। আতঙ্কে উপকূলের বেড়িবাঁধের পাশে আশ্রয় নেওয়া মানুষের নির্ঘুম রাত কেটেছে। গত দুইদিন ধরেই উপকূল জুড়ে বৃষ্টি ও বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় নদীতে মাছ ধরা নৌকা ও ট্রলার নিরাপদে আশ্রয় নিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সকাল ১০টা ৪০ মিনিটে আবহাওয়া অধিদফতরের উপপরিচালক ছানাউল হক জানান, শক্তি হারাচ্ছে অশনি, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে।