বাংলাদেশ পুলিশ বাহিনী জনগনের সেবায় নিবেদিত প্রাণ

ভূবন মুসাফিরঃ বাংলাদেশ পুলিশ বাহিনী জনগনের কল্যাণে দিবা-রাত্রি কঠোর পরিশ্রম করে যাচ্ছে। রৌদ,বৃষ্টি, ঝড় ও শীতকে উপেক্ষা করে কঠোর পরিশ্রমী কিছু পুলিশ সদস্যদের উল্লেখযোগ্য বর্ননা তুলে ধরতে চাই। তেমনি এক নারী পুলিশ অফিসার রেজিয়া। বর্তমান কর্মস্থল রাজধানীর দক্ষিণখান থানায়। খোঁজ খবর নিয়ে জানা যায়, সৎ সাহসী নীতিবান পুলিশের একজন অন্যতম সদস্য তিনি। রেজিয়ার সহকর্মীদের কাছে তার কথা জানতে চাইলে সবাই হাসিমুখে তার প্রশংসা করেছেন। বগুড়া জেলার সোনাতলা থানার অফিসার ইনচার্জ মো. সৈকত হাসান মিডিয়া বান্ধব বলে জানা যায়। এলাকার সকল সাংবাদিকরা তার কাছ থেকে সহজভাবে যেকোনো ধরনের তথ্য ও আইনী সহযোগিতা পেয়ে থাকেন। অল্প কয়েকদিনের ভিতরেই সৈকত হাসান সাধারণ জনগনের আস্থা অর্জন করতে পেরেছেন। ভাবমূর্তি উজ্জ্বল করতে হাজারও পুলিশ অফিসার বিরামহীন পরিশ্রম করে সাধারণ মানুষের জান-মাল রক্ষায় নিজেকে উৎসর্গ করেছে। অনেকেই ভাবতে পারেন পুলিশকে নিয়ে হয়তো আমরা তেলবাজি করছি। কথাটি মোটেও সত্য নয়। সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ দ্রুত চলে যায়। সাধারণ মানুষের সমস্যা সমাধানে উদারতার সাথে কাজ করে যায় তারা। তবে একটি কথাও সত্য মানুষ মাত্রই ভুল আছে। আপনি আমিও ভুল করতে পারি। আপনার আমার ভুল দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না। পুলিশের কোনো সদস্য অপরাধ করলে তাদের বিচার যথাযথ ভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়। পুলিশ বাহিনীর হাজার হাজার সদস্যর ভিতরে দুই- চার জন খারাপ থাকতেই পারে। তাই বলে সবাইকে অপবাদ ও পরনিন্দা করা যাবে না। পুলিশ জনগনের বন্ধু, জনগনও পুলিশের বন্ধু হয়ে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। তাহলে সমাজ থেকে অপরাধ, অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও চোরাচালানী নিমূল করা সম্ভব হবে। দৈনন্দিন একজন পুলিশ অফিসার শত শত মানুষের সাথে কথা বলতে হয়। তবুও যেনো তাদের চেহারায় কোনো ক্লান্তি ছাপ নেই।

অপরাধ থেকে দূরে থাকুন। নিজেকে নিরাপদ রাখুন।আইনকে শ্রদ্ধা করুন।ভালো থাকুক বাংলাদেশ। ভালো থাকুক বাংলাদেশ পুলিশ বাহিনী।