বাংলাদেশ-ভারত সেনা অনুশীলন শনিবার শুরু

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৭’।

আগামী ৫ থেকে ১৮ নভেম্বর টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে এ যৌথ অনুশীলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ‘সম্প্রীতি-৭’ নামের একটি যৌথ অনুশীলন আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আগামী ৫ থেকে ১৮ নভেম্বর এই অনুশীলন অনুষ্ঠিত হবে। অনুশীলনের  বিষয়বস্তু হলো- সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলা।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন বন্ধুপ্রতীম দেশের সেনাবাহিনীর সঙ্গে নিয়মিতভাবে এ ধরনের যৌথ অনুশীলন পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সপ্তমবারের মতো এ অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে।