বাংলাদেশ যে পারে তার নমুনা রয়েল বেঙ্গল টাইগাররা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যে পারে তার নমুনা রয়েল বেঙ্গল টাইগাররা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ এ স্মরণ সভার আয়োজন করে।

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যে পারি, সেটা তো ইংল্যান্ডকে দেখালাম। মাত্র তিন দিনের মাথায় টেস্ট ক্রিকেটের ১ নম্বর দেশ ইংল্যান্ডকে আমরা হারালাম। তারাও দেখল রয়েল বেঙ্গল টাইগাররা কীভাবে হুংকার দিতে পারে, আর বিজয় আনতে পারে। আমরা যে পারি, এটাও একটা নমুনা।’

আওয়ামী লীগ সরকার ও এর উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘সরকারের ধারাবাহিকতায় থাকায় আমাদের উন্নয়নের কর্মকাণ্ডের ধারাবাহিকতা আছে। আজকে কারো কাছে হাত পেতে নয়, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা বাংলাদেশ রাখে। কেউ অপবাদ দিলেই মাথা পেতে নিই না, চ্যালেঞ্জ হিসেবে নিই। চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা দেখিয়ে দিয়েছি যে, বাংলাদেশ পারে। কারণ আমরা মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি। তাই পদ্মা সেতু নিয়ে যখন আমাদের অপবাদ দেওয়ার চেষ্টা করা হলো— আমরা তখন এর প্রতিবাদ করলাম। আজকে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করছি। এই ক্ষমতাটুকু আজকে বাংলাদেশের হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সরকারের ধারাবাহিকতা ছিল বলেই আমরা এই উন্নয়ন করতে পারছি। বিশ্বসভায় আজকে আমরা উন্নয়নের রোল মডেল।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই আমাদের দেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠুক। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে আমরা গড়ে তুলব।’