বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ববাজারেও বাংলাদেশের অর্থনীতি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কারণ বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য এ ভাষার গুরুত্ব অত্যধিক।’

সোমবার ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট (নায়েম) সভাকক্ষে ভিডিও কনফারেন্সে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি)–এর প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, পাবনা ও ফেনী টিচার্স ট্রেনিং কলেজের ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং (ইএলটি) প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

মাধ্যমিক স্তরের শিক্ষকদের নিয়ে ১২ দিন মেয়াদি এ প্রশিক্ষণ ১২ নভেম্বর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

মন্ত্রী বলেন, ‘এ কোর্সের প্রধান লক্ষ্য হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ইংলিশ ফর টুডে বইটির (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির জন্য) কমিউনিকেটিভ ল্যাংগুয়েজ টিচিং (সিএলটি) পদ্ধতি ব্যবহার। আর এর ব্যবহার করে কীভাবে কার্যকরভাবে শিক্ষর্থীদেরকে ইংরিজি ভাষা শেখানে যায় তা অংশগ্রহণমূলক প্রশিক্ষণের মাধ্যমে হাতেকলমে শিক্ষকগণকে শেখানো।’

তিনি বলেন, ‘এর মাধ্যমে শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে ইংরেজি চর্চায় উদ্বুদ্ধ করতে সক্ষম হবেন। পাশাপাশি লিসেনিং, স্পিকিংসহ নতুন পরীক্ষা পদ্ধতিতে প্রশ্নপত্র পণয়ন ও শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারবেন।’

প্রশিক্ষণে ছয়টি কলেজের মোট ২৩৮ জন শিক্ষক অংশ নেন (ঢাকা-৪০, চট্টগ্রাম-৪০, বরিশাল-৪০, খুলনা-৩৮, পাবনা-৪০, ফেনী-৪০ জন)।এর মধ্যে পুরুষ শিক্ষক ছিলেন ১৭২ জন, নারী ৬৬ জন। স্কুলের শিক্ষক ছিলেন ১৯৪ জন, মাদ্রাসার শিক্ষক ছিলেন ৪৪ জন।

নায়েম সূত্রে জানা যায়, ইএলটি হলো নায়েমের আওতায় পরিচালিত ১২ দিন মেয়াদি একটি প্রশিক্ষণ কোর্স। এ কোর্সের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের ইংরেজি বিষয়ের শিক্ষকগণকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। স্যাটেলাইট মোডে পরিচালিত কোর্সটির জন্য ভেন্যু হিসেবে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি)-এ অবস্থিত স্যাটেলাইট রিসোর্স সেন্টারসমূহ (এসআরসি)ব্যবহৃত হয়। আগামী জানুয়ারি মাসে এর পরবর্তী কোর্স শুরু হবে।