বাংলা নববর্ষের উৎসবের ভিড়ে নিরাপদ থাকুন

নিউজ ডেস্ক : আজ পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনটি উদযাপনে ব্যস্ত সময় কাটবে সবারই।

পয়লা বৈশাখ উদযাপনে বিশেষ করে পরিবার পরিজনদের নিয়ে আমরা অনেকেই বেড়াতে বের হচ্ছি। কনসার্ট, পার্ক, র‍্যালি কিংবা দর্শনীয় স্থানগুলোতে সাধারণত আজ ভিড় বেশি। তাই একটু সচেতন থেকে উৎসবমুখর ভিড়ের মাঝেও নিরাপদে আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন প্রিয়জনদের সঙ্গে।

চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ টিপস।

* যতদূর সম্ভব ভিড় এড়িয়ে চলুন। ভিড়ের মাঝে চলাফেরার জন্য আরামদায়ক পোশাক ও জুতা ব্যবহার করুন।

* মানিব্যাগ, স্মার্টফোন, ক্যামেরা, ল্যাপটপ এগুলো পিঠের দিকে না রেখে শরীরের সামনের দিকে রাখলে ভালো।

* আপনার আইডি কার্ড ও ব্যাংক কার্ড সাবধানে রাখুন।

* ছোট সোনামনিদের নিয়ে বের হলে তাদের হাত ধরে রাখুন। পকেটে বাবা মায়ের ফোন নম্বর ও ঠিকানা লেখা একটি কাগজ রেখে দিতে পারেন।

* পথে কারো ফেলে রাখা ব্যাগ কিংবা সন্দেহজনক অন্য কিছু পড়ে থাকতে দেখলে নিকটস্থ পুলিশ কিংবা আইনপ্রয়োগকারীদের অবহিত করুন।

* রেস্টুরেন্ট বা কোথাও খেতে বসলে আগে খাবারের দাম জেনে নিন। সঙ্গে জেনে নিন কোনো হিডেন চার্জ আছে কি না?

* খুব জরুরি না হলে মূল্যবান দ্রব্যসামগ্রী যেমন ল্যাপটপ সঙ্গে করে বহন না করাই ভালো।

* অনেক সময় ভিড়ে বন্ধুদের সঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তাই আগেই ঠিক করে রাখুন কখন কোথায় থাকবেন।

* বাহির হওয়ার পথগুলো কোনদিকে খেয়াল রাখুন। যারা নতুন তারা পুলিশ বক্স, ওভারব্রিজ, হেলথ ক্যাম্প এ ধরনের বিশেষ স্থাপনাগুলোর দিকে খেয়াল রাখুন।

* রোদ ও ধূলা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ছাতা ও মাস্ক ব্যবহার করতে পারেন।

* রোদের প্রখরতা এখন অন্যসময়ের চেয়ে বেশি। গরম ও ঘামে অনেকে পানিশূন্যতায় ভুগতে পারেন। তাই সঙ্গে এক বোতল পানি রাখলেও মন্দ হয় না।