বাউফলে বিজ্ঞান ভিত্তিক মহিষ পালনে ৩ দিনের প্রশিক্ষণ

কহিনুর বাউফল (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট(বিএলআরআই)এর মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আয়োজনে পটুয়াখালীর বাউফল প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে “বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা” বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান’র সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন, বিশেষ অতিথি ও বিএলআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজহারুল ইসলাম তালুকদার প্রমূখ। সভা স ালন ও প্রশিক্ষণ পরিচালনা করেন কোর্স কো-অর্ডিনেটর মোহাম্মদ খোরশেদ আলম। প্রশিক্ষণে মহিষ পালনকারী নির্বাচিত ৫০ জন খামারী অংশ গ্রহন করেন।