বাগেরহাটে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

বাগেরহাটের ফকিরহাটে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বালই দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মতলেব খাঁ (৮০), রুহিন খাঁ (২৫) ও সৈকত খাঁ (২৫)। তাদের বাড়ি ফকিরহাট উপজেলার সুগন্ধি গ্রামে। মতলেব খাঁর সঙ্গে রুহিন ও সৈকতের দাদা-নাতি সম্পর্ক বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছী থেকে একটি মোটরসাইকেলে তিনজন কাটাখালী আসার পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মতলেব ঘটনাস্থলেই নিহত হন। আহত রুহিন ও সৈকতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছালে রুহিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৈকতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথে তার মৃত্যু হয়।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর শুনেছি। ট্রলিটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।