বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

সংসদ প্রতিবেদক : জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি অর্থমন্ত্রী হিসেবে তার ১১তম এবং বর্তমান সরকারের মেয়াদকালে টানা নবম বাজেট।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। উন্নয়নের ‘মহাসড়কে’ বাংলাদেশকে আরো এগিয়ে নেওয়ার স্বপ্ন সামনে রেখে নতুন অর্থবছরে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী।

এর আগে রেওয়াজ অনুযায়ী সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

২০১৬-১৭ অর্থবছরে বাজেটের আকার ছিল ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।