বাণিজ্য সংগঠন আইন-২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন মন্ত্রিসভা

সচিবালয় প্রতিবেদক : বাণিজ্য সংগঠন আইন-২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আজকের বৈঠকে এটি নীতিগত অনুমোদন দেওয়া হলেও বাণিজ্যের বর্তমান বাস্তবতার নিরিখে আইনটি আরো যুগোপযোগী করে ভেটিং সাপেক্ষে পাঠানোর জন্য মন্ত্রিসভা নির্দেশনা দেয়।

সচিব বলেন, এটি ১৯৬১ সালের পুরনো আইন। এতে বড় কোনো পরিবর্তন নেই। আইনটি বাংলায় অনুবাদ করে হালনাগাদ করা হয়েছে। যেহেতু অনেক আগের আইন, তাই বর্তমান বাস্তবতার নিরিখে আরো পরিমার্জনের কথা বলা হয়েছে।