বামনার সভাপতি শিবলী, সাধারণ সম্পাদক রহমান

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বামনা), নিউ ইয়র্ক চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. তৌহিদ শিবলী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ এ রহমান।

গত ১০ ডিসেম্বর উত্তর আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, (বামনা) নিউ ইয়র্ক চ্যাপ্টারের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে তৌহিদ শিবলীকে সভাপতি ও মোহাম্মদ এ রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এ ছাড়া ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নিউ ইয়র্কের লাগরডিয়া মেরিয়ট হোটেলে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ সরকারের নিউইয়র্কের কনসুলেট জেনারেল মো. শামীম আহসান, ঢাকা মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক এম এ রশিদ, সংগঠনের প্রাক্তন সভাপতি ডা. মোহাম্মদ জে আলম। অনুষ্ঠানে নিউ ইয়র্কের প্রখ্যাত সংগীত শিল্পী এবং নৃত্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ-ওয়ানখ্যাত সংগীত শিল্পী লিজা।

১৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথবাক্য পাঠ করান প্যারি ডি সিলভা অ্যাটর্নি অ্যাট ল’।