‘‘বালুনদীতে আনন্দ ভ্রমনে মাদকের ছড়াছড়ি ইছাপুরা ল টার্মিনাল অবৈধ ট্রলার মালিকদের দখলে’’

এস.এম.নাহিদ (বিশেষ প্রতিনিধি) ঃ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার অর্ন্তগত ইছাপুরা বি আই ডাব্লিউ টি সির ল টার্মিনাল দখল করে নিয়েছে কিছু অসাধু ট্রলার ব্যবসায়ীরা। ট্রলারের মালিকেরা আনন্দ ভ্রমনের নামে ৩০/৩৫ হাজার টাকার বিনিময়ে ভাড়া দিয়ে তাদের ব্যক্তিগত পকেট ভারী করছেন। এমনকি টার্মিনালের ভিতর যাত্রীদের বসার স্থানেই হাই ভোল্টেজ সাউন্ড সিস্টেম, অসংখ্য বড় বড় স্পিকার ও জেনারেটর রেখে তালা বদ্ধ করে রেখেছে সরকারী এ ভবনটিতে।

সরেজমিন অনুসন্ধানে জানা যায় – আনন্দ ভ্রমনের নামে বালু নদিতে কোন ট্রলারের নেই কোন ফিটনেস। এমনকি ভ্রমনকারী যাত্রিদের নিরাপত্তায় নেই কোন ধরনের বয়া কিংবা লাইফ জ্যকেট। তবে ভ্রমন ইচ্ছুকরাও এইসবের তেমন একটা তোয়াক্কা করে না। কারন অধিকাংশ বালু নদীতে আনন্দ ভ্রমন কিংবা পিকনিক করার নামে ট্রলার ভাড়া করে তারা মেতে উঠেন ইয়াবা, ফেন্সিডিল, বিয়ার সহ নানা রকম মাদক সেবনে। নদী পথে প্রশাসনিক কোন ঝামেলা না থাকায় মাদকের নেশায় উত্তেজিত হযে লাউড স্পিকারের উচ্চস্বরে গানের তালে তালে নিজেদের শরীরকে ও বিভিন্ন অঙ্গভঙ্গিমায় দোলাতে থাকে মনের আনন্দে। এমনকি আশে পাশের মসজিদের আযান কিংবা নামাজের সময়ে স্থানীয় মসজিদগুলোর মুসল্লিদের গান বন্ধ করার অনুরোধ সত্ত্বেও ট্রলার মালিক কর্তৃপক্ষ কিংবা ভ্রমনকারীরা মুসল্লিদের কথার কোন কর্নপাত করে না। আনন্দ ভ্রমনের সু-সজ্জ্বিত ট্রলারে বিভিন্ন রংএর লাইটিং ছাড়াও এসব ট্রালারের মালিক ও চালকরা ভ্রমনকারীদের ব্যবস্থা করে দেয় প্রয়োজন মোতাবেক বিভিন্ন ধরনের মাদক। নদী পথে নৌকায় করে ট্রলার গুলোতে বিয়ার সাপ্লাই দিচ্ছে পার্শবতী কসাই এর টেক এলাকার বিয়ার ব্যবসায়ী আক্তার। এদিকে ইছাপুরা বাজারে স্থানীয় বাসিন্ধাদের সঙ্গে আলাপকালে যানা যায় তালাবন্ধ টারমিনালের চাবি থাকে ডুমনি ইউনিয়নের পাতিরা এলাকার মাদকের একাধিক মামলার আসামী মোঃ আপন মিয়ার ভাই নয়ন এর কাছে। তাছাড়া আনন্দ ভ্রমনের যাত্রীদের খেদমতেও ব্যস্ত থাকেন পূর্বাচল উপশরের ভাসমান মাদক ব্যবসায়ীরা। সেখান থেকেও সংগ্রহ করা হয় ইয়াবা, ফেন্সিডিল সহ নানা রকম মাদক। গত দুই মাস পূর্বে টঙ্গী থেকে এমনি এক আনন্দ ভ্রমনে এসেছিল কিছু স্কুল ছাত্র। ট্রলারের মধ্যে অতিরিক্ত মাদক সেবনের কারনে বালু নদীতে ট্রলার থেকে পড়ে তানি নামের নবম শ্রেনীর এক স্কুল ছাত্র নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধাকারী ডুবুরী দল নিহত তানিকে উদ্ধার করে। এভাবে চলতে থাকলে বালু নদীতে আনন্দ ভ্রমনের নামে যে কোন সময়ে ঘটে যেতে পারে অনেক বড় ধরনের দূর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া একান্ত জরুরী বলে মনে করেন সচেতন মহল।