বিএনপির বিপ্লব দিবসকে ‘হত্যা দিবস’ দাবি নাসিমের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ৭ নভেম্বরকে বিএনপির ‘জাতীয় বিপ্লব দিবস’ পালনের সমালোচনা করে বলেছেন, ‘এটা বিএনপির কীসের বিপ্লব দিবস? এটা তো হত্যা দিবস।’

বৃহস্পতিবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান নাসিম এ কথা বলেন।

‘জাতীয় চার নেতা ছিলেন বঙ্গবন্ধু আজীবন সহচর, মরণেও সহচর’, মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার যেমন বিচার হয়েছে, জাতীয় চার নেতারও বিচার হয়েছে। বাঙালি জাতি স্বস্তি পেয়েছে। জাতীয় চার নেতার পরিবারও স্বস্তি পেয়েছে।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। ইনশা আল্লাহ ২০১৯ সালের নির্বাচনেও সেই পরাজিত শক্তি বিএনপি-জামায়াত জোট যারা জাতীয় চার নেতার হত্যাকারীকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করব।’

জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সতীশ চন্দ্র রায়, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, ড. মো. আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি, আমিরুল আলম মিলন, গোলাম রাব্বানী চিনু, এ বি এম রিয়াজুল কবীর কাওছার, মারুফা আখতার পপি প্রমুখ।

প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরের ভবন ছেড়ে গণভবনে গেলে শ্রদ্ধা নিবদনে সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়। এরপর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।