‘বিএনপি-জামায়াত সরকার কখনো চায়নি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক’

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত সরকার কখনো চায়নি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক। দেশের মানুষকে ভিক্ষুক বানিয়ে রাখা তাদের নীতি।

বৃহস্পতিবার দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত হলো ভিক্ষুকদের সর্দার। তাদের নীতি দেশের মানুষকে ভিক্ষুক বানিয়ে রাখা। বিদেশিদের কাছ থেকে সাহায্য নেওয়া। আমরা ভিক্ষুকদের সর্দার হতে পারি না। আমরা দেশের মানুষের সেবক হিসেবে কাজ করি। আমরা জনগণের সেবক হয়ে দেশ চালাতে চাই, মানুষের কল্যাণ করতে চাই।’

তিনি বলেন, ‘আমরা প্রতিটা খাতের উন্নতি করেছি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে দেশে খাদ্য ঘাটতি ফেলল। ২০০৯ সালে আমরা ক্ষমতায় এসে দেখি সাক্ষরতার হার কমেছে, খাদ্য ঘাটতি বেড়েছে।’

দেশের মানুষ্যের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু কাজ করেছেন। তিনি দেশ গঠনে নানা কাজ করেছেন। দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করেছেন। ক্ষুদ্র ভূমিহীন কৃষকদের জন্য কাজ করেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘৯৬ সালে এসে দেখি গবেষণার জন্য কোনো টাকা নেই। আমরা সেখানে টাকা দেই। কারণ গবেষণা ছাড়া খাদ্য উৎপাদন বাড়তে পারে না। প্রথমে ১২ কোটি টাকা দেওয়া হয় গবেষণার জন্য। দেশের মাছ, ধানের উৎপাদন বাড়াতে গবেষণা করা হয়। আমরা যে পদক্ষেপ নেই তার সুফল দেশ পাই।’

তিনি আরো বলেন, ‘আমরা কৃষিতে ভতুর্কি দেওয়ার সিদ্ধান্ত নিলে বিশ্বব্যাংক এসে বলল তা দেওয়া যাবে না। আমরা নিজের অর্থে কৃষকদের ভতুর্কি দেই। ’